নবীন – জয়দেব মহন্ত
আজি গাহিছে গান
সকলে তোমারই নাম,
আজি বাজিছে সে সুর
বয়ে চলে বহু দূর ।
তোমাই গাহিছে হায়!
নব ফাল্গুনি আভায়
করিছে তোমাই আহ্বান
তুমিই নবীন তুমিই জোয়ান।
করিবে তোমাই বরণ
করো পুরাতনে স্মরণ,
চলিবে তাদের দেখানো পথ
এটাই তোমার শপথ।
হবে তুমিও একদিন প্রবীন
আসিবে শতশত নবীন,
করিবে তোমাই অনুস্মরন
এমনি করে করবে তুমি বরণ।
হে ফাল্গুনি আভা
দেখিয়ে দে প্রবীন পথের দিশা,
হবে নেশামগ্ন তোর সুরে
দেখিয়ে দে পথ তারা যাবে বহুদূরে।
তাদের পথ হউক রঙিন
রাঙিয়ে দে তাদের হে প্রবীন,
তবেই কান্না হবে দূর
বাজিবে নতুন সুর ।
এই আশাতেই থাকে চেয়ে
পাশই তোমার পাশ বেয়ে,
পারো কি চিনতে তারে
যে সুর ডাকে তোমায় বারে-বারে।
পারো কি চিনতে সেই প্রবীন
যে দিয়েছে আক্ষা তোমাই নবীন,
শুনিতে পাও কি সেই বাণী
আর নয় যুদ্ধ-হানাহানী।
দেরি করো কেন তবে?
জেগে ওঠ নবীন সবে
জাগাতে নতুন প্রাণ
তুমিই নবীন তুমিই জোয়ান।