কিরণ – শুচিস্মিতা বিশ্বাস
কিরণ
-শুচিস্মিতা বিশ্বাস
“ভোরের সূর্য যেন সোনালী আভা
পাখি ডাকে শাখে শাখে
গান গায় মেলা।
সকালে রবির আলো যেন
জ্যোতির ছটা
জল হাওয়ায় মিলে মিশে
করে যায় খেলা।
দুপুরের ভাষ্কর যেন গনগনা
চারদিক নিস্তব্ধ নিঝুম বেলা,
শালিকের কিচিমিচি
ডাকে হরবোলা
দিন শেষে অরুন কমলা।
ডুবে যায় পশ্চিমে
ভেসে ওঠে ভেলা।
আকাশ সমুদ্রে যেন
ভেসে যায় তারা।
ঝিকমিক করে যেন, ঝিনুকমুকুতা
আঁধারের বুক চিরে
ফিরে আসে শুকতারা
রাত শেষে শুরু হয়
নতুন স্বপ্ন বোনা।।”